শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

নিজের ডিম্বানু সংরক্ষণ করেছেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ থেকে ৬ বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন কাজলের বোন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। কাজল বিয়ে করে সংসারী হলেও ৪৫ বছরের তানিশা সে পথে হাঁটেননি। 

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তানিশা। তিনি বলেন, ‘মানুষকে কৌতূহলী হতে দিন, তাদেরও অধিকার আছে এবং ব্যক্তিগত বিষয়ে আমারও অধিকার আছে।’

সরকার’ খ্যাত এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি মনে করি, বিয়ে চমৎকার একটি ইন্সটিটিউশন, যেসব মানুষ এটি বুঝেন, সঠিক মানুষ খুঁজে পান, তাদের জন্য এটি সুন্দর। আমি সবসময়ই বিয়ে করতে চাওয়ার প্রস্তাব দিয়েছি এবং সৃষ্টিকর্তা তা বারবার ফিরিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষই বিশেষ এমন একজনকে খুঁজেন, যার সঙ্গে বৃদ্ধ হওয়া যায়।’

ডিম্বাণু সংরক্ষণ নিয়ে এর আগেও মুখ খুলেছেন কাজলের বোন। সেসময় কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, ‘আমি আপাতত সন্তান চাই না। এ কথাই বারবার মাথায় ঘুরছিল। কিন্তু সন্তান ধারণের বয়সটা মাথায় ছিল। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি। যদি যোগ্য পুরুষ পাই, তবেই এ ডিম্বাণু থেকে হবে আমার সন্তান। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।’

আরো পড়ুন: ‘তুফান’-এ শাকিবের নায়িকা মিমি চক্রবর্তী

বিষয়টি নিয়ে আরও বলেছিলেন, ‘নারী মানেই যে সন্তান ধারণ করতে হবে, এই ধারণা সঠিক নয়। এমনকি বিয়ে করতে না চাইলে, করবেন না। পাশে একজন পুরুষকে নিয়ে নিজের জীবনের সংজ্ঞা তৈরি করতেই হবে, এর মানে নেই।’

তবে বিয়ের জন্য পছন্দের পুরুষ খুঁজে না পেলেও প্রেমের জন্য ঠিকই পেয়েছিলেন। আরমান কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে এক বছরের বেশি দূর টেনে নেননি প্রেম। উদয় চোপড়ার সঙ্গেও প্রেমের কথা শোনা গিয়েছিল তার। 

এসি/ আই.কে.জে/  



অভিনেত্রী ডিম্বানু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250