বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মেলার ১৬তম দিনে এলো ১০৪টি নতুন বই

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সুখবর)

অমর একুশে বইমেলার ১৬তম দিন ছিল রোববার (১৬ই ফেব্রুয়ারি)। এদিন মেলায় নতুন বই এসেছে ১০৪টি। মেলা বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। 

প্রতিদিনের মতো রোববার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জহির রায়হানের সাহিত্যকর্মে ঐতিহাসিক ঘটনার বিচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সহুল আহমদ। আলোচনায় অংশ নেন মশিউল আলম এবং আহমাদ মোস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন মাহবুব হাসান।

প্রাবন্ধিক সহুল আহমদ বলেন, ‘জহির রায়হান একাত্তরের বৈপ্লবিক মুহূর্তে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পুরো ঘটনাকে পর্যবেক্ষণ করেছেন। সেই উত্তাল সময়ে তিনি বহুমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। একদিকে তিনি ঘটনার জন্ম দিচ্ছিলেন, অন্যদিকে ঘটনার বিবরণ বা বয়ান তৈরির কাজে লিপ্ত ছিলেন।’

রোববার ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক সুমন সাজ্জাদ এবং শিশুসাহিত্যিক শরিফুল ইসলাম ভূঁইয়া।   

সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আজহারুল ইসলাম রনি ও মোহাম্মদ হেলাল উদ্দিন। এদিন ছিল আবুজার গিফারীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পতরী, ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং মোবাস শিরীন মোস্তফার পরিচালনায় ‘বেণুকা ললিতকলা কেন্দ্রের’ পরিবেশনা। 

সংগীত পরিবেশন করেন দেবিকা রানী পাল, জাহিন খান নেজাম, আনিলা আমির লামী, সুমন চন্দ্র দাস, টিপু চৌধুরী, মিতালী সরকার এবং ডালিয়া সুলতানা। 

আগামীকাল সোমবার (১৭ই ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ১৭তম দিন। এদিন মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম: আল মাহমুদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মজিদ মাহমুদ। আলোচনায় অংশ নেবেন মুসা আল হাফিজ এবং কাজী নাসির মামুন। এতে সভাপতিত্ব করবেন মাহবুব সাদিক।  

হা.শা./কেবি


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন