রবিবার, ২৬শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্রেফতারি পরোয়ানা নিয়ে প্রতিক্রিয়া জানালেন পরীমণি *** পাচার হওয়া টাকার সন্ধানে বিদেশী নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক *** ১৩ মাসের শিশুর পেটে রিংসহ চাবি! অবশেষে অপসারণ *** ঋণ পরিশোধের সময় বাড়াতে ইতিবাচক চীন: পররাষ্ট্র উপদেষ্টা *** গুচ্ছ ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ *** ‘জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে’ *** বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা *** এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি জরুরি: অর্থ উপদেষ্টা *** ব্যাংকার্স সিলেকশন কমিটি ১২৬২ জন অফিসার নিয়োগ দেবে *** জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর

উত্তরে বইছে শৈত্যপ্রবাহ, সারাদেশে বাড়তে পারে শীত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দিনাজপুর ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী তিনদিনে আরও কিছু এলাকায় বাড়তে পারে এর বিস্তৃতি। একই সময়ে সারাদেশে আরও নেমে যেতে পারে তাপমাত্রা; সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা।

শনিবার (২৫শে জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

এ ছাড়া দিনাজপুর ও পঞ্চগড় জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২৬শে জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া সোমবার (২৭শে জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ওআ/কেবি

শৈত্যপ্রবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন