সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

এই দ্বীপ থেকে মহাকাশ সবচেয়ে কাছে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দ্বীপ। এর কোনোটিতে মানুষের বাস থাকলেও অনেক দ্বীপ আছে ভয়ংকর প্রাণীতে ঠাঁসা। যেখানে মানুষের থাকা তো দূরের কথা যাওয়াও অসম্ভব। ভয়ংকর এবং বিষাক্ত জীবজন্তুর আবাস সেখানে।

এমনই একটি নির্জন এবং ভয়ংকর দ্বীপ আছে। যেখানে শত শত কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই। এমনকি পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতে পৌঁছানো কঠিন। তবে মহাকাশে পৌঁছানো সহজ। বিশেষজ্ঞরা দাবি করেন এটি নাকি মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের জায়গা।

পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গার নাম পয়েন্ট নিমো। যেটি ১৯৯২ সালে আবিষ্কার করেন হোর্ভজ লুকাটেলা নামে এক জরিপ প্রকৌশলী। প্রশান্ত মহাসাগরের এই বিচ্ছিন্ন স্থানটিকে পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

আরো পড়ুন : যে দেশে বিনামূল্যে পাওয়া যায় ইন্টারনেট!

এই জায়গাটি দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অবস্থিত। এখানে কোনো দেশের অধিকার নেই। এটি জনবসতি থেকে অনেক দূরে বলে এই স্থানটিকে বিজ্ঞানীরা বেছে নিয়েছিলেন যাতে মহাকাশযানে কখনো ত্রুটি দেখা দিলে এই অংশে ফেলে দেওয়া যায়।

যদি পয়েন্ট নিমো থেকে শুষ্ক জমির সন্ধান করেন তবে এর নিকটতম দ্বীপ ডুসিতে যেতে হবে। যার দূরত্ব পয়েন্ট নিমো থেকে প্রায় ২৭০০ কিলোমিটার দূরে। একই সময়ে, আপনি যদি এই স্থান থেকে ৪০০ কিলোমিটার উপরে হাঁটেন তবে আপনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবেন। মূলত এভাবেই মহাকাশ পৃথিবীর চেয়ে এই স্থানের কাছাকাছি।

১৯৭১ থেকে ২০১৬ সালের মধ্যে এই স্থানে ২৬০টিরও বেশি মহাকাশযান সমাহিত হয়েছে। একে মহাকাশযানের কবরস্থানও বলা হয়। ক্যাপ্টেন নিমোর নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল। এখান থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতে পৌঁছানো কঠিন এবং মহাকাশে পৌঁছানো সহজ। এখানকার নীরবতা এতটাই ভয়ানক যে পাথর ভাঙার শব্দও আত্মাকে শিহরণ দেয়। পথিবীর এই জায়গাটি নিয়ে মানুষের জানার কৌতুহলের কোনো শেষ নেই।

এস/ আই.কে.জে/ 



পৃথিবী দ্বীপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250