সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতের মামলায় আটক চার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। রেলওয়ের পিডব্লিউ লিটন চাকমা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় সোমবার মামলাটি দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১৯শে মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার।

আরো পড়ুন: রাজধানীর ৮০ টাকার বেগুন বগুড়ায় আড়াই টাকা!

ওসি মুরাদ উল্লাহ বাহার গণমাধ্যমকে বলেন, সোমবার (১৮ই মার্চ) রাতে রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। ট্রেন দুর্ঘটনার ঘটনায় অভিযান চালিয়ে তেলিগ্রাম থেকে তাদের আটক করা হয়। 

তিনি আরও বলেন, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে এমন ধারণা থেকে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে এই মামলাটি করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এইচআ/ 

মামলা আটক ট্রেন লাইনচ্যুত

খবরটি শেয়ার করুন