ছবি: সংগৃহীত
রাজধানীর ভাসানটেক বস্তির এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মাহে রমজান উপলক্ষ্যে ডিএনসিসির উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রোববার (৭ই এপ্রিল) দুপুরে ভাসানটেক এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
খাদ্যসামগ্রী সহায়তা হিসেবে প্রতি পরিবার পেয়েছে ৮ কেজি মিনিকেট চাল, এক কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, এক কেজি চিনি, হলুদ ও মরিচের গুড়ার ১০০ গ্রাম প্যাকেট এবং এক প্যাকেট সেমাই।
আরো পড়ুন: ১৫-২০ মিনিট অন্ধকারে ছিলো বাগেরহাট
ডিএনসিসির উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়
এই সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জহির আহমেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর সাহিদা আক্তার শীলা, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান প্রমুখ।
এইচআ/
রাজধানী চীনা খাদ্যসামগ্রী দরিদ্র পরিবার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
খবরটি শেয়ার করুন