প্রতীকী ছবি
পাকিস্তানের পাঞ্জাবের চিশতিয়ান এলাকায় তিন বছরের এক শিশুকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর দ্য ডনের।
সদর থানায় করা এফআইআর অনুযায়ী, বস্তি ১০৬/এফের দুই যুবক একটি বিয়ের অনুষ্ঠান থেকে খাবার আনতে পাঠানো হলে শিশুটিকে ফাঁকা স্থানে নিয়ে যায়। দীর্ঘ সময় শিশুটি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ শুরু করেন। পরে তারা শিশুটিকে ধর্ষণের শিকার অবস্থায় উদ্ধার করে।
স্বজনদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ জানায়, শিশুটিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।
এদিকে চিশতিয়ানের ইসলামপুরা এলাকা থেকে অপহৃত আরেক তিন বছরের শিশু এখনো উদ্ধার হয়নি। গত ২১শে ডিসেম্বর খেলতে বের হওয়ার পর হারাম ফাতিমা (৩) নিখোঁজ হয়। শিশুটির মা শাবানা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন