সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

এমপিদের ফেসবুক আইডি ‘ভেরিফায়েড’ করার পরামর্শ দিলেন পলক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যদের নামে ভুয়া আইডি তৈরি করে অপপ্রচার চালানো বন্ধে আইডি ‘ভেরিফায়েড’ করার পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বৃহস্পতিবার (৯ই মে) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই পরামর্শ দেন।

সংসদ সদস্যদের (এমপি) উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ভেরিফায়েডের (যাচাইকৃত) জন্য পাঠালে আমরা ভেরিফাই (যাচাই) করে দেব। ফলে ফেক আইডি দিয়ে আপনার নামে কেউ অপপ্রচার করতে পারবে না।’

সাইফুল ইসলামের সম্পূরক প্রশ্নে বলেন, ফেক ফেসবুক আইডি খুলে জনপ্রতিনিধি, ব্যবসায়ীদের চরিত্র হনন করা হচ্ছে, ইউটিউব আইডি খুলে মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এটা বন্ধে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই সমস্যা শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর সমস্যা। সংসদ সদস্য, রাজনীতিবিদদের নামে অপপ্রচার হয়। ‘ডিপফেক ভিডিও’ বানিয়ে অথবা ফটোশপ করে অপপ্রচার অনলাইনে হয়। মানহানিকর কনটেন্ট (আধেয়) ছড়িয়ে দেওয়া হয়, যার শিকার হচ্ছে অনেকে, অনেককে জীবন দিতে হচ্ছে। সে জন্য সময়ের প্রয়োজনে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।

আরো পড়ুন: তথ্যপ্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালু করতে হবে : পলক

প্রতিমন্ত্রী বলেন, সরকার নিয়মিত ফেসবুক, ইউটিউব, টিকটকসহ অন্য সংস্থাগুলোকে অনুরোধ পাঠায়। এসব সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশে নিবন্ধিত নয়। এ জন্য ব্যক্তিগত সুরক্ষা আইন করা হচ্ছে, যাতে বাংলাদেশের কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের তথ্য অনুমতি ছাড়া দেশের বাইরে নিয়ে যেতে না পারে এবং অপব্যবহার করতে না পারে।

স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) এক প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ দাবি করেন, বাংলাদেশে ইন্টারনেটের ব্যয় পৃথিবীর অন্যতম সস্তা। বাংলাদেশের ৯৮ শতাংশ এলাকা ফোর–জি নেটওয়ার্কের আওতাধীন।

এইচআ/ 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুক আইডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন