ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নিয়ে হুমকির মধ্যে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা। উত্তর আমেরিকার এ দেশের নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ২৮শে এপ্রিল কানাডার ফেডারেল নির্বাচন।
ট্রাম্পের আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধ ও সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটের আশা করছেন কার্নি। চলতি মাসের মাঝামাঝিতে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২৮শে এপ্রিলের ফেডারেল নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। কানাডীয়রা সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করেন না, যে দল সংসদে সর্বাধিক আসন পায়, তাদের নেতাই হন প্রধানমন্ত্রী।
এবার ফেডারেল নির্বাচনে মোট চারজন প্রার্থী রয়েছেন। তাদের একজন ৫৯ বছর বয়সী মার্ক কার্নি বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী। আরো আছেন কনজারভেটিভ পার্টির নেতা ৪৫ বছর বয়সী পিয়েরে পোয়েলিয়েভ্রে, ব্লক কুইবেকোইসের নেতা ইভেস-ফ্রাঁসোয়া ব্লাঞ্চে এবং নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং।
এইচ.এস/