ছবি: সংগৃহীত
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হলো ০১৩১৬ ১৫৪ ২১৬।
বুধবার (২৫শে সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতারা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে, যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণসংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে, ওই গ্রহীতাকে সেবার জন্য এ হেল্পলাইন নম্বরটি চালু করা হলো। নম্বরটি হলো 01316 154 216। এ নম্বরে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে, কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: ঢাবিতে পিটিয়ে হত্যা, হল প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এটি পরিচালনা করবেন এবং সেবা দেবেন। বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখা কর্তৃক প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজিকীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসি/কেবি