ছবি: সংগৃহীত
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে সারাদেশে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১১০ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৩০শে সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৩টি, পিস্তল ৬৭টি, রাইফেল ১৪টি, শটগান ৩১টি, পাইপগান ৬টি, শুটারগান ২৪টি, এলজি ২৫টি, বন্দুক ৩৯টি, একে৪৭- ১টি, গ্যাসগান ২টি, এয়ারগান ৫টি, এসবিবিএল ৭টি, এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ঠা সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন