বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাপানিদের ধন্যবাদ দিলেন শাহরুখ, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত জওয়ান ২০২৩ সালে মুক্তি পেয়ে ভারতের বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করেছিল। ছবিটি চলতি বছরের ২৯শে নভেম্বর জাপানে মুক্তি পায়। সেখানে দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি।

জাপানি ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আপ্লুত পর্দার জওয়ান। তিনি সেই ভালোবাসা স্বীকার করে ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের। সেইসঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

১লা ডিসেম্বর শাহরুখ খান তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেন। সেখানে তিনি জাপানে ‌‘জওয়ান’ ছবির প্রতি ভালোবাসা নিয়ে লেখেন, ‘জাপান থেকে #জওয়ান-এর জন্য যে ভালোবাসা আসছে তা দেখে আমি মুগ্ধ। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনার সুন্দর দেশে ছবিটি উপভোগ করবেন।’

আরো পড়ুন : হঠাৎ করেই আইনি বিপাকে আল্লু অর্জুন!

তিনি আরও লিখেছেন, ‘আমরা এটি ভারত থেকে সারাবিশ্বের জন্য তৈরি করেছি। খুব খুশি হয়েছি একারণে যে ছবিটি নানা ভাষার মানুষ উপভোগ করছেন। আমার ভালোবাসা নিন এবং যারা জাপানে এটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

আটলি পরিচালিত এবং গৌরি খান ও গৌরব ভার্মা প্রযোজিত ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার সঙ্গে ছবিতে জুটি বেঁধে প্রশংসিত হয়েছেন নায়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সান্যা মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার, রিধি দোগরা, সঞ্জিতা ভট্টাচার্য, গিরিজা ওক, লেহার খান এবং আরও অনেকে। সঞ্জয় দত্ত অতিথি চরিত্রে অল্প উপস্থিতি দিয়ে বাজিমাত করেছেন।

এস/ আই.কে.জে/       


শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন