শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই চট্টগ্রামে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনদুর্ভোগ এড়াতে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) মন্ত্রণালয়ে অফিস শেষে বিকেল ৫ টায় বিমানবন্দর বা রেল স্টেশনে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা ছাড়াই সাপ্তাহিক ছুটির শুরুতে সড়কপথে চট্টগ্রামে নিজ বাড়িতে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এর আগে পূর্ণ মন্ত্রী হওয়ার পর কখন নেতা চট্টগ্রাম ফিরবেন এবং নেতাকর্মীরা তাকে বরণ করে নেবে এই অপেক্ষায় ছিলেন চট্রগ্রামের নেতাকর্মীরা। তবে জনদুর্ভোগ এড়াতে অনেকটা নীরবেই রাত ৯টা ৩০মিনিটে চট্টগ্রামে এসে পোঁছান শিক্ষামন্ত্রী।

তিনি এসেই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সিডিএ চেয়ারম্যার জহিরুল আলম দোভাষের বাসায় যান। এ সময় অন্য নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই মূহুর্তে আমি কোনো ধরনের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনবো এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও বৈষম্য চান না প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী শুক্রবার (১৯ই জানুয়ারি) জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করবেন।

এসকে/ 

শিক্ষামন্ত্রী চট্টগ্রাম মহিবুল হাসান চৌধুরী নওফেল

খবরটি শেয়ার করুন