বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দীর্ঘ ২৭ দিন পর বৃহস্পতিবার (১৫ই আগস্ট) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে বন্ধ থাকবে তিনটি ট্রেন।

বুধবার (১৪ই আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এ ছাড়া রেলের নিরাপত্তা বাহিনী কাজ করবে। তবে পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস কাল থেকে চলাচল শুরু হচ্ছে না।’

এদিকে গত ১২ই আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ই আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

ওআ/কেবি

আন্তঃনগর ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন