শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

অন্যান্য বছরের চেয়ে এবারের ঈদযাত্রা আরও সুন্দর হবে : হাইওয়ে পুলিশপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

হাইওয়ে পুলিশপ্রধান মো. শাহাবুদ্দিন খান বলেছেন, দেশের মহাসড়কে অনেক মেগা প্রকল্প চলছে। মহাসড়ক চার লেন-ছয় লেনে উন্নীত হয়েছে। অনেক প্রকল্প শেষ হয়ে গেছে, আবার অনেক প্রকল্প এখনও চলছে। দেশের মহাসড়কে পদ্মা সেতুর মতো সেতু যুক্ত হয়েছে। রাস্তার অবস্থাও এবার যথেষ্ট ভালো। ঝুঁকিপূর্ণ স্থানগুলো নির্ধারণ করে ও সার্বিক অবস্থা মাথায় নিয়ে সুন্দর ঈদযাত্রার জন্য কাজ করছে পুলিশ। ফলে অন্যান্য বছরের চেয়ে এবারের ঈদযাত্রা আরও সুন্দর হবে।

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) বিকেলে মহাসড়ক পরিদর্শনে এসে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কর্মকর্তাদের নিয়ে মহাসড়ক ঘুরে দেখেন ও নানান পরামর্শ প্রদান করেন।

হাইওয়ে পুলিশপ্রধান বলেন, আগের তুলনায় দেখলে গত দুই-তিন বছরে যতটুকু স্বস্তির ঈদ হয়েছে এবার আমরা তারচেয়েও বেশি স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে পারব বলে আশা করছি এবং আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। আমরা একসময় এমনও শুনেছি যে, ঈদযাত্রায় অনেককে মহাসড়কেই ঈদ করতে হয়েছে। এখন আর সেদিন নেই। সরকারের প্রচেষ্টা ও নানামুখী পদক্ষেপে যে উন্নয়ন হয়েছে তার সুফল মিলতে শুরু করেছে।

তিনি আরও বলেন, সড়ক ও জনপথ এবং বিআরটিএসহ আমাদের অংশীদারদের নিয়ে বিভিন্ন পর্যায়ে সমন্বয় সভা করেছি এবং করণীয়গুলো নির্ধারণ করেছি। কোথায় কোথায় কী কী সমস্যা আছে এবং সেগুলোর কী সমাধান হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি ও করণীয় নির্ধারণ করেছি।

মো. শাহাবুদ্দিন খান বলেন, আমাদের জাতীয় জীবনে ঈদের মতো এত বড় উৎসব, যেটা আমরা অত্যন্ত আনন্দ ও সমারোহের সঙ্গে উদযাপন করি। সেখানে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নাড়ির টানে স্বজনদের কাছে ফিরে যাবেন। তারা যেন স্বাচ্ছন্দ্য, নিরাপদ এবং যানজটমুক্তভাবে যেতে পারে সেটা সরকার সব সময় গুরুত্ব দিয়ে থাকে। আমরা সরকার ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সেভাবেই নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছি।

আরও পড়ুন: ঈদযাত্রায় বিশেষ ট্রেন চলাচল শুরু আজ

তিনি আরও বলেন, আমরা সারা দেশের চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আলাদা নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। এবার মহাসড়কের নিরাপত্তাব্যবস্থায় অত্যাধুনিক ড্রোন সংযুক্ত করেছি। যা দিয়ে কথা বলা যাবে এবং অবস্থা বুঝে নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া সারা দেশেই পর্যাপ্ত হাইওয়ে পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ, র‍্যাব ও অন্যান্য সহযোগী আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে।

ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় উঠলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে হাইওয়ে পুলিশপ্রধান বলেন, আমরা ইতোমধ্যে এক-দেড় মাস আগে থেকেই দুর্বল, ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর গাড়িগুলোর ওপর বিশেষ ব্যবস্থা নিচ্ছি। ২০২৩ সালে শুধু হাইওয়ে পুলিশই দুই লাখের ওপরে এমন ব্যবস্থা নিয়েছে। কাগজপত্র নেই, ফিটনেসবিহীন এমন সব গাড়ি ঈদযাত্রায় রাস্তায় পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই আমি এসকল অংশীদারদের আহ্বান করবো এমন গাড়ি রাস্তায় না নামাতে।

এ সময় হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওনের পুলিশ সুপার হাবিবুর রহমান, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ ওয়াদুদ, সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক জাফর উল্লাহ রুবেলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যসহ সাসেক-২ এর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/

হাইওয়ে পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন