মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় বেজায় চটেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, আমেরিকা এমন কোনো পদক্ষেপ নিলে কানাডাও ব্যবস্থা নেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, শনিবার (১লা ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে।
তার এই পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিক ও জোরালো জবাব দেওয়া হবে বলে জানিয়েছে কানাডা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার বলেন, কানাডাও জবাব দিতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি কানাডার নাগরিকদের সতর্ক করে বলেছেন, তাদের সামনে কঠিন সময় আসছে।
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন