বৃহঃস্পতিবার, ২৪শে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর সিনেমা দিয়ে ফিরছেন ঐশী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিরতি কাটিয়ে আবারও চলচ্চিত্রে ফিরছেন জান্নাতুল ঐশী। সর্বশেষ ছবি ছিল আরিফিন শুভর বিপরীতে ‘নূর’ সিনেমায় অভিনয় করেন তিনি। যদিও সিনেমাটি মুক্তির ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। এবার নতুন সিনেমার কথা জানালেন ঐশী।

সিনেমাটির নাম ‘যাত্রী’। এটি নির্মাণ করবেন আসিফ ইসলাম। গত ২২শে অক্টোবর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তবে ঐশী ছাড়া আপাতত অন্য কোনো শিল্পীর ব্যাপারে কিছু জানাতে নারাজ পরিচালক। মূলত শহরকেন্দ্রিক একটি গল্প নিয়ে সিনেমাটি তৈরি হবে বলে জানা গেছে।

নতুন ছবি প্রসঙ্গে ঐশী বলেন, ছয় মাস আগে আসিফ ভাইয়ের সিনেমাটি নিয়ে প্রথম কথা হয়। গল্পটা শুনে ভালো লাগে। এরপর আর কোনো কথাবার্তা হয়নি। ভেবেছি, আমাকে হয়তো আর নেবেনই না। পরে শুনি, তিনি মস্কো উৎসব নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগে আবার আমার সঙ্গে যোগাযোগ করেন।



নির্মাতা আসিফ বলেন, ভালোবাসার গল্প। এ ধারার সিনেমা আগে বানাইনি আমি। অনেক আগে গল্পটা লিখেছিলাম, কিন্তু বানানো হয়নি। ভালোর জন্যই হয়তো হয়নি। রেখে দিয়েছিলাম। গল্পটার মূল জায়গাটা হচ্ছে, এর বলার ধরন। ভালোবাসার গল্প আমরা অনেকেই লেখি, এটার ক্ষেত্রে একই গল্প দুই প্রেক্ষাপটে বলার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, ‘যাত্রী’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে। এর মাধ্যমে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে চাই। পুরো সিনেমার শুটিং ঢাকায় হবে। এই শীতের মৌসুমে কাজটা করবো। কারণ গল্পের প্রয়োজনে শীতের মৌসুমটা দরকার।



প্রসঙ্গত, আসিফ নির্মিত প্রথম সিনেমা ‘পাঠশালা’। যদিও এটি যৌথভাবে বানিয়েছিলেন তিনি। এরপর এককভাবে বানিয়েছেন ‘নির্বাণ’। এ সিনেমায় এক কারখানার তিন কর্মীর যাপিতজীবন তুলে ধরেছেন তিনি। সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। ‘যাত্রী’ হবে আসিফের তৃতীয় সিনেমা।

ওআ/কেবি




ঐশী

খবরটি শেয়ার করুন