ফাইল ছবি (সংগৃহীত)
তিন দিন আটকা থাকার পর নিরাপদে সাজেক ত্যাগ করেছেন প্রায় দেড় হাজার পর্যটক। মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।
সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা সুখবর ডটকমকে বলেন, আজ সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনও পর্যটক নেই।
আরো পড়ুন : সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী
উল্লেখ্য, বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘন্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।
এস/ওআ/ আই.কে.জে/