শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস *** নিহত ফিলিস্তিনিদের দেহ থেকে অঙ্গ চুরি ইসরায়েলি সেনাবাহিনীর *** খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: এ জেড এম জাহিদ *** নির্বাচন কীভাবে হবে, তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা

স্বপ্নটা যখন ভেঙে যায়, খুব কষ্ট হয় : শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অত্যন্ত স্পষ্টবাদী টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অন্যায় দেখলেই তিনি প্রতিবাদ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার টাইমলাইনে একদিকে যেমন দেখা যায় প্রতিবাদী পোস্ট, অন্যদিকে মনের যন্ত্রণাও। 

বাবা-মায়ের মৃত্যুর পর তাদের নিয়ে স্বপ্ন দেখার মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করলেন শ্রীলেখা। বাবা-মা মারা যাবার পরে অনেকটাই একা হয়ে গেছেন শ্রীলেখা।

রাতে ঘুমানোর সময় মাঝে-মধ্যেই হঠাৎ ঘুম ভেঙে যায় তার। এই মুহূর্তে তার মনে হয়েছিল ছুঁয়ে দেখলেন মা-বাবাকে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই পুরোনো বাড়ি, পুরোনো আসবাবপত্র। স্বপ্নটা যখন ভেঙে যায়, খুব কষ্ট হয়।’

এরপর বলেন, ‘স্বপ্নের মধ্যেও মনে হয় এই তো বাবা-মা পাশেই ছিল। পেয়ে গেছি আবার সবাইকে। কোথাও একটা স্বপ্ন আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। হয়তো আমি একটু বেশি ইমোশনাল বলেই এটা বারবার মনে হয়। যখন মন খারাপ লাগে, একাই ওদের সঙ্গে কথা বলি।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘খুব ঘনঘন মা-বাবাকে স্বপ্ন দেখি। স্বপ্ন ভেঙে গেলে খুব কান্না পায়। খুব কাঁদি, কাঁদলে বালিশ ভিজে যায়। ভিজে গেলে খুব কষ্ট হয়। কষ্ট হলে খুব রাগ হয়, রাগ হলে কার কী এসে যায়।’

বাবাকে সবসময় ভীষণভাবে অনুভব করেন শ্রীলেখা। তাই স্বপ্ন দেখলেও তার মনে হয়, ওই সময়টুকুই তার বাবা-মা বেঁচে আছেন, ছুঁয়ে দেখতে পাচ্ছেন। 

সেই স্বপ্নটা ভেঙে গেলে কষ্ট হয় তার। তাই একরাশ মন খারাপ নিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘কিছু হলে ছুটে যাওয়ার জায়গা ছিল। গাছের মতো, ছাতার মতো। আজ আর কোথায় পাবো সেই শান্তির নীড়।’

ওআ/কেবি

শ্রীলেখা মিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250