শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শিশুকে ঘুম পাড়ানোর সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকে মায়েদের চিন্তার কারণ- শিশু সহজে ঘুমাতে চায় না। তবে আর চিন্তা নেই। এবার জেনে নিন শিশুরা সহজে ঘুমাতে না চাইলে যা করবেন।

শিশুদের ঘুম ঠিক মতো না হওয়া মানেই কান্নাকাটি করা। আর সদ্যোজাত সন্তান কেঁদে উঠলে বাবা-মায়ের পক্ষেও স্থির থাকা কঠিন। সন্তানকে ঘুম পাড়াতে কখনো মাথায় হাত বুলিয়ে দিতে হয়, কখনো আবার কোলে নিয়ে ঘুরতে হয়। কিন্তু সঠিক কায়দা জানা থাকলে নাকি দশ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়বে শিশু। এমনটাই দাবি করলেন ইটালি ও জাপানের কিছু গবেষক।

জাপানের রাইকেন সেন্টার ফর ব্রেন সায়েন্স ও ইটালির ট্রেনটো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, প্রথমে কান্না করা সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে ঘড়ি ধরে পাঁচ মিনিট হাঁটতে হবে। তারপর পাঁচ থেকে আট মিনিট কোলে নিয়ে বসে থাকতে হবে। 

আরো পড়ুন : শিশুকে শাসনের ব্যাপারে জানুন কিছু কৌশল

গবেষকদের দাবি, এই পদ্ধতিতেই সবচেয়ে দ্রুত কমে শিশুর কান্না। ঘুমিয়ে পড়ে খুদে।

গবেষকরা এই গবেষণাতে শিশুদের জন্য বিশেষভাবে নির্মিত এক ধরনের ‘ইলেক্ট্রোকার্ডিয়োগ্রাফ’ বা ‘ইসিজি’ যন্ত্র ব্যবহার করেছিলেন। সেই যন্ত্রের সহায়তায় কান্না ও ঘুমের সময় শিশুদের হৃদ্স্পন্দনের হার পরিমাপ করেন তারা। পাশাপাশি, শিশুদের আচরণ খতিয়ে দেখা হয় ক্যামেরার মাধ্যমে

চাঞ্চল্যকর এই গবেষণাতে ৩২ বার ধরে ২১টি শিশুর আচরণ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। গবেষণার ফলাফল দেখে বিজ্ঞানীদের দাবি, এতোদিন ভাবা হত দোলনাতে শুইয়ে রেখে অল্প দোল দিলেই ঘুমিয়ে পড়ে শিশু।

কিন্তু এই হাঁটা ও বসার কায়দাটি তার চেয়েও বেশি কার্যকরী। এই বিজ্ঞানীদের আরও দাবি, এই পদ্ধতি শিশুদের ঘুম পাড়ানো ও শান্ত করায় অনেক দ্রুত কাজ করে।

এস/ আই.কে.জে/

শিশু গবেষক

খবরটি শেয়ার করুন