বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ *** ‘দুটি সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে—একটা যুব, আরেকটা মায়েদের’ *** রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি *** অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগমুহূর্তে কোহলির রহস্যময় বার্তা *** নিজের নামে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিলেন মেসি, খেলবেন কারা

মিসরের পিরামিডে কি চোর-ডাকাত ধরার ফাঁদ ছিল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রাচীন মিসরীয়রা তাদের পিরামিডগুলোকে সুরক্ষিত করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল। তবে অনেকেই মনে করেন বহিরাগতদের ঠেকাতে তারা পিরামিডের ভেতর ফাঁদ তৈরি করে রাখতেন। এই তথ্য কতটুকু সত্য তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স।

এক ইমেইলে স্বাধীন গবেষক ও ইজিপ্টোলজিস্ট (প্রাচীন মিসর বিশেষজ্ঞ) রেগ ক্লার্ক বলেন, ‘না, তারা পিরামিডে ফাঁদ ব্যবহার করেনি। তবে তারা ভেতরে প্রবেশের প্রক্রিয়াকে অত্যন্ত কঠিন করে তুলতেন।’

পিরামিডের ভেতরে ফাঁদ থাকার ধারণাটি কোথা থেকে এসেছে তা পরিষ্কার নয়। ‘ইন্ডিয়ানা জোন্স’ এবং ‘টুম্ব রাইডার’–এর মতো জনপ্রিয় ভিডিও গেমে প্রায়ই ফাঁদযুক্ত সমাধি দেখানো হয়। তবে প্রাচীন মিসরীয়রা এমন ফাঁদ (যেমন—ছদ্ম মেঝের নিচে পেরেকযুক্ত গর্ত বা দড়ি দিয়ে বাঁধা ফাঁদ) ব্যবহার করত বলে মনে হয় না।

আরেক মিসর বিশেষজ্ঞ রলফ ক্রাউস বলেন, ‘ফাঁদ সম্পর্কে মিসরের বিশেষজ্ঞদের কাছে কোনো তথ্য নেই। যারা পিরামিড লুট করতে আসত, তাদের থামাতে ফাঁদ কার্যকর হতো না। কারণ ডাকাতরা দলবদ্ধ হয়ে কাজ করত এবং একটি ফাঁদ সবাইকে আটকাতে পারত না।’

পিরামিড নির্মাতারা ডাকাতদের ঠেকাতে বিভিন্ন স্থাপত্য কৌশল ব্যবহার করেছিলেন। এ বিষয়ে নিজের বই ‘সিকিউরিং এটারনিটি: অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান টুম্ব প্রোটেকশন ফ্রম প্রিহিস্টরি টু দ্য পিরামিডস’–এ রেগ ক্লার্ক লেখেন, পিরামিড নির্মাণের অন্যতম কারণ ছিল ফারাওয়ের শেষ বিশ্রামস্থল রক্ষা করা। এর আগে ফেরাউনদের সমাধি হতো ‘মাস্তাবা’ নামক ছোট, আয়তাকার সমাধিতে, যেগুলোতে ঢোকা তুলনামূলকভাবে সহজ ছিল।

অন্যদিকে, পিরামিডের ভেতরে বা নিচে ফারাওয়ের সমাধিকক্ষে পৌঁছানোর জন্য ডাকাতদের অনেক গভীর সুড়ঙ্গ খুঁড়তে হতো।

ক্লার্ক বলেন, পিরামিডের বিশাল ভর ও শক্ত নির্মাণ উপাদান ভেতরের কক্ষগুলোকে স্বাভাবিকভাবেই সুরক্ষিত করত। ফারাওকে দাফনের পর পিরামিডের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হতো।

আবার গ্রেট পিরামিডের কিছু পথ আছে, যা সমাধিকক্ষে যায় না। এগুলোর উদ্দেশ্য আজও পরিষ্কার নয়, তবে ধারণা করা হয় এগুলো ডাকাতদের বিভ্রান্ত করতেই তৈরি করা হয়েছিল।

ক্লার্ক আরও বলেন, ‘কিছু পিরামিডে প্রবেশপথ ও সুড়ঙ্গপথ বন্ধ করার জন্য যে ব্যবস্থা ছিল, তা ডাকাতদের জন্য বিপদ ডেকে আনত। এর প্রমাণ মিলেছিল ১৯৫০-এর দশকে মিসরীয় প্রত্নতত্ত্ববিদ জাকারিয়া গোনেইমের খননকালে। খনন চলাকালে ওপরের সুড়ঙ্গের ভেতরের অংশ ও ব্লকগুলো ভেঙে তাদের ওপর পড়ে। এতে একজন শ্রমিক নিহত ও দুজন আহত হন।

বিশেষজ্ঞ ও ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ইয়ান লাইটবডি বলেন, সমাধি কক্ষ সাময়িকভাবে বন্ধ করতে মিসরীয়রা স্লাইডিং পাথরের ব্লক ব্যবহার করতেন। কিছু পিরামিডে ‘সুরক্ষার মন্ত্র’ লেখা ছিল। ‘পিরামিড টেক্সটস’ নামে পরিচিত এই লেখাগুলো ডাকাতদের ‘অভিশাপ’ দিত না।

তবে ধারণা করা হতো এসব ‘মন্ত্র’ ফারাওকে পরকালের যাত্রায় সুরক্ষা দেবে। একটি লাইনে বলা হয়েছে, ‘ওসিরিস, যারা [ফারাওকে] ঘৃণা করে, যারা তার নামের বিরুদ্ধে মন্দ কথা বলে, তাদের সবাইকে দূর করে দাও।’

ডাকাতদের জন্য সবচেয়ে বড় বিপদ ছিল ধরা পড়ার পর শাস্তি। ২০ তম রাজবংশের (খ্রিষ্টপূর্ব ১১৮৬ থেকে ১০৭০) সময়ের এক লেখা থেকে জানা যায়, সমাধি লুটের শাস্তি ছিল নাক ও কান কেটে ফেলা এবং তারপর শূলে চরানো হতো।

এত সব ব্যবস্থা সত্ত্বেও অনেক সুরক্ষা কৌশল ব্যর্থ হয়েছিল। ফারাও খুফুর জন্য নির্মিত গ্রেট পিরামিডসহ অনেক পিরামিডই প্রাচীন বা মধ্যযুগে লুট করা হয়েছিল। ১৮ তম রাজবংশের (খ্রিষ্টপূর্ব ১৫৫০ থেকে ১২৯৫) সময়ে রাজকীয় পিরামিড তৈরি বন্ধ করে দেয় মিসরীয়রা এবং এর পরিবর্তে ‘ভ্যালি অফ দ্য কিংস’-এ ফারাওদের দাফন করত। এর ফলে সমাধিগুলো সহজে রক্ষা করা যেত। তবে এটি চুরি আটকাতে পারেনি। তুতানখামুনের সমাধি ছাড়া বেশির ভাগ সমাধিই লুট হয়েছিল।

জে.এস/

পিরামিড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250