ছবি: সংগৃহীত
মাদকসেবীদের জন্য আলাদা কারাগার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখানে থেকে তারা যাতে পরিবারের জন্য কিছু আয় করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।
আজ বুধবার (১০ই ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকে এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'নরসিংদী জেলা কারাগারে পরিদর্শন করে দেখতে পেলাম অধিকাংশই মাদকসেবী আসামি। মাদকের কোনো উপকারিতা নাই। আমরা জনগণকে মাদকের বিষয়ে সতর্ক করব।'
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা ও অবৈধ অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখানকার মানুষ কিছুটা অসহিষ্ণু। বিশেষ করে রায়পুরায় মারামারি ও খুনাখুনির ঘটনা লেগেই থাকে। সন্ত্রাসীরা অবাধে অপকর্মে লিপ্ত হচ্ছেন, তাদের কাছে অস্ত্রও আছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শিগগিরই সেখানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে কম্বিং অপারেশন (চিরুনী অভিযান) চালানো হবে।
গত বছরের ১৯শে জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হবে। অনেক অস্ত্র কারাগার থেকে খোয়া গেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই।
এর আগে তিনি নরসিংদী পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। পরে তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, খাবার ও ব্যারাক পরিদর্শন করেন। এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরটি শেয়ার করুন