শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের

সম্মান প্রাপ্য, চাইতে হবে কেন? প্রশ্ন অভিজিতের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিংবদন্তী সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য বলিউডে প্রচুর জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি সৃজিত মুখার্জির ‘কিলবিল সোসাইটি’র জন্য একটি গান রেকর্ড করেছেন গায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী জানান, ‘সম্মান প্রাপ্য, চাইতে হবে কেন?’

অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘আমি আর সৃজিত দু’জনেই চাই ভালো কাজ করতে। এদিকে র‍্যাপকে গান বলতে চান না অভিজিৎ। তার মতে, ‘এটা কখনও মিউজিকের অংশ হতে পারে না।’ তিনি এটাও স্পষ্ট করেন যে, র‍্যাপ নিয়ে বেশি আলোচনা করতেই তিনি চান না। 

আরও পড়ুন: বয়স হয়েছে, কচি খুকি নই: রুনা খান

ম্যায় হুঁ না’ রিলিজের পর সংগীতশিল্পীদের প্রাপ্য সম্মান না দেওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন। এখন কি গায়কদের কদর করে বলিউড? অভিজিতের উত্তর, ‘সেটা আমি বলতে পারবো না। আমি কোনোদিন বলিউডের লোক ছিলাম না। আর সম্মান তো প্রাপ্য, চেয়ে নিতে হবে কেন? সেই জন্য আমি আর গাই না।’

নিয়মিত রেওয়াজ করার প্রশ্নে গায়ক বলেন, ‘আমরা তো ওস্তাদ নই। কিন্তু চেষ্টা করি গলার স্বর যাতে মখমলের মতো থাকে। আমি চাই গলায় যেন রোম্যান্টিকতা জড়িয়ে থাকে। তাই গলা খুব সামলে রাখতে হয়। রেওয়াজ করি, যখন আমি ফ্রি থাকি। অনেক সময়ে গাড়িতে তানপুরা নিয়ে রেওয়াজ করে নিই।’

এখন তো গানের মানদণ্ড মিলিয়ন ভিউজে। এই বিষয় নিয়ে সংগীতশিল্পীর ভাষ্য, ‘সোশ্যাল মিডিয়া যাদের জনপ্রিয় করেছে, তারা আউট হয়ে গেছেন। আমরা সমুদ্রে সাঁতরে এই জায়গায় এসেছি। সুইমিং পুলে ডুব দিয়ে উঠিনি। বিষয়টা আমার কাছে এমনই।’

এসি/কেবি


অভিজিত ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন