শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

‘ফেরেশতে’ নিয়ে জয়া এবার তেহরানে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান কলকাতার পর এরইমধ্যে নাম লিখিয়েছেন হিন্দি সিনেমায়। দারুণ প্রশংসা কুড়াচ্ছেন তার কাজের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই ইরানি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।

সম্প্রতি জয়া অভিনীত  ইরানি ভাষার সিনেমা ‘ফেরেশতে’এখন মুক্তির প্রহর গুণছে। তবে এর আগেই একাধিক উৎসবে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। 

মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমাটি সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। এবার সিনেমাটি নিয়ে জয়া তেহরানে অবস্থান করছেন।

গত বৃহস্পতিবার পর্দা উঠেছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ইরানের তেহরানে শুরু হওয়া এই উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে। এরমধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে জয়ার ছবিটি। 

শুধু তাই নয়, উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হয়েছে ফেরেশতে! উদ্বোধনী প্রদর্শনীতে জয়া ছাড়া আরও উপস্থিত ছিলেন নির্মাতা অতাশ, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু।

আরো পড়ুন: বিয়ের দুই মাসের মাথায় সুখবর দিলেন সন্দীপ্তা!

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘প্রথমবার তেহরানে এসেছি, তাও আবার নিজের সিনেমা নিয়ে। সত্যি অন্যরকম অনুভূতি। অনেক ভালো লাগছে।’ বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি একজন শিল্পী। আর শিল্পীরা বিভিন্ন ভাষায় কাজ করবেন এটাই তো স্বাভাবিক।’ ‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন সংগ্রামী এক নারীর চরিত্রে।

এদিকে এই সিনেমাটির পাশাপাশি আগামী ৯ই ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাবে জয়ার ‘ভুতপরী’ সিনেমাটি। এছাড়া একইদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার ‘পেয়ারার সুবাস’। 

জানা গেছে, ইরান থেকে নিজের সিনেমার প্রচারের জন্য কলকাতায় যাবেন জয়া। এরপর দেশে ফিরে পেয়ারার সুবাসের প্রচারণায় অংশ নেবেন তিনি।

এসি/  ‪আই.কে.জে


জয়া ‘ফেরেশতে’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন