দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি: এএফপি
আবারও গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সিউলের একটি আদালত তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার (১০ই জুলাই) ফের গ্রেপ্তার করা হয় তাকে। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রাজধানী সিউলের একটি ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন ইওল। এর আগেও এ ডিটেনশন সেন্টারেই ৫২ দিন বন্দি ছিলেন তিনি। চার মাসে আগে কৌশলগত কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।
আদালত জানিয়েছেন, নিজের অপরাধের প্রমাণ ধ্বংস করে দিতে পারেন ইওল। তাই নতুন করে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গ্রেপ্তার করা হল তাকে। গত ডিসেম্বর মাসে বিতর্কিতভাবে সামরিক শাসন জারি করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারাধীন রয়েছেন ইউন সুক ইওল।
সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, প্রসিকিউটররা ইউনের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগসহ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। আপাতত তাকে ২০ দিন পর্যন্ত আটক রাখা যাবে। গতকাল বুধবার (৯ই জুলাই) গ্রেপ্তারি শুনানিতে ইউনের আইনজীবীরা এ পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।
খবরটি শেয়ার করুন