বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর

বাইবেলের দোহাই দিয়ে ডিভোর্স চাইলেন আমেরিকান রাজনীতিকের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

স্বামী কেন প্যাক্সটনের সঙ্গে অ্যাঞ্জেলা প্যাক্সটন। ছবি: সংগৃহীত

বাইবেলের দোহাই দিয়ে বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর অ্যাঞ্জেলা প্যাক্সটন। তিনি বলেছেন, তার বৈবাহিক জীবন ঈশ্বরকে সম্মান করছে না বিধায় তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ই জুলাই) অ্যাঞ্জেলা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্ট।

রিপাবলিকান পার্টির এই সিনেটর ঘোষণাটি এমন সময় দিলেন, যখন তার স্বামী টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন আগামী বছরে অঙ্গরাজ্যটির সিনেট নির্বাচনে দলটির মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছেন। তার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটর জন করনিন।

বিবাহবিচ্ছেদের বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যাঞ্জেলা বলেন, ‘আজ ৩৮ বছরের দাম্পত্য জীবনের পর আমি বাইবেলের নির্দেশিত নীতিমালার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছি।'

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, বিয়ে একটি পবিত্র অঙ্গীকারনামা। আমি আন্তরিকভাবে মিটমাটের চেষ্টা চালিয়ে গেছি। কিন্তু সম্প্রতি কিছু বিষয় আমার গোচরে এসেছে। তার ভিত্তিতে আমি মনে করি না, এই সম্পর্ক ঈশ্বরকে সম্মান জানাচ্ছে বা আমার নিজের, আমার সন্তানদের বা কেনের জন্য ভালো কিছু বয়ে আনবে।’

২০১৯ সাল থেকে উত্তর-পূর্ব টেক্সাসের একটি জেলার প্রতিনিধিত্ব করে আসা অ্যাঞ্জেলা পোস্টটিতে আরও বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। কারণ, আমি জানি, ঈশ্বর সবকিছু এমনভাবে ঘটান, যাতে শেষ পর্যন্ত তা তার প্রিয় মানুষদের মঙ্গলের জন্যই হয়।’

ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, অ্যাঞ্জেলার এই পোস্ট তার স্বামীর সিনেট নির্বাচনের প্রচারে বিঘ্ন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে এ বিবাহবিচ্ছেদের ঘোষণাকে কেন্দ্র করে যদি আগামী দিনে কোনো আপত্তিকর বা বিতর্কিত তথ্য সামনে আসে। টেক্সাসের আদালতে স্ত্রী ডিভোর্সের আবেদন জমা দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এক বিবৃতি দেন।

এতে তিনি বলেন, ‘অসংখ্য রাজনৈতিক আক্রমণ ও জনসমালোচনার মধ্য দিয়ে যাওয়ার পর অ্যাঞ্জেলা ও আমি আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমাদের অসাধারণ পরিবার নিয়ে ভীষণ গর্বিত এবং কৃতজ্ঞ, যা ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন। আমি সব সময় আমাদের সন্তান ও নাতি-নাতনিদের পাশে থাকব। এই সময়ে আমি আপনাদের প্রার্থনা ও গোপনীয়তা কামনা করি।’

বিবাহবিচ্ছেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250