ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা সংরক্ষণ রাখার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার।
নতুন সিদ্ধান্ত হলো- জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। আর এটি কেবল চলতি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।
সোমবার (৩রা মার্চ) জারি করা এক অফিস আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে ২০শে ফেব্রুয়ারি জারি করা আদেশ বাতিল করে নতুন এই আদেশ জারি করা হয়েছে।
আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা ছিল। কিন্তু ২০শে ফেব্রুয়ারির আদেশের মাধ্যমে এই ৫ শতাংশের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও যুক্ত করার কথা বলা হয়েছিল।