বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের বংশভিটা দখল প্রচেষ্টার প্রতিবাদে কবিতা পাঠ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

‘আমার প্রিয় বাংলাদেশ’-এর আয়োজনে বাংলা সাহিত্যের প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের বংশভিটা দখল প্রচেষ্টার প্রতিবাদে শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদী কবিতা পাঠের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পাঠের ফাঁকে ফাঁকে কবির জীবনের গল্প উপস্থাপন করা হয়।

শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা, নির্মাতা, সাংস্কৃতিক সংগঠকসহ তরুণ প্রজন্মের অনেকে কবিতা পাঠ করেন এবং সংহতি প্রকাশ করেন।

বক্তারা কবির বংশভিটায় সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র নির্মাণ কার্যকর করা এবং স্মৃতি সংরক্ষণ জাদুঘর নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে কালজয়ী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানানো হয়। এছাড়া পাবনায় কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের বাড়ি সংরক্ষণ করার দাবি করা হয়।

সংহতি জানিয়ে একজন বক্তা ৭২'র সংবিধানের আলোকে অসাম্প্রদায়িক বৈষম্যহীন মুক্তিযুদ্ধের মর্ম অনুভবসহ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও মানবিক বাংলাদেশ বিনির্মানের আহবান জানান।

‘আমার প্রিয় বাংলাদেশ’ এর পক্ষ থেকে সকলকে তাদের সাথে যুক্ত থাকার আহবান জানানো হয়।

আই.কে.জে/

সুনীল গঙ্গোপাধ্যায়

খবরটি শেয়ার করুন