রবিবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ বৃষ্টি ফাগুনের দুপুরে

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২শে ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি। এদিন সকাল থেকে ঢাকার আকাশও মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন। আকাশের গুমোট ভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল।

শনিবার দুপুরে হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নামে বৃষ্টি। ১টা ৪৫ মিনিটে নামা এই বৃষ্টি প্রশান্তি আনে অনেকের মনে।

৯ই ফাল্গুন চলছে। শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে যখন আবহাওয়ায় এক মর্মর রূপ পরিলক্ষিত হচ্ছে, তখন এমন বৃষ্টি ভিন্ন এক আমেজ তৈরি করেছে জনমনে।

অপ্রস্তুত কাউকে কাউকে এ সময় দেখা গেছে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে। কেউ কেউ ছাতা হাতে সড়ক পার হন।

বৃষ্টিতে পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতে দেখা যায়। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার (২৩শে ফেব্রুয়ারি) শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

হা.শা./কেবি


বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন