শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ত্রাণসামগ্রী প্রবেশের পথ খোলার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্ভিক্ষের হুমকির মুখে পড়া যুদ্ধবিধ্বস্থ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েল অস্থায়ী ত্রাণসামগ্রী বিতরণের অনুমতি দেবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য দুটি রুট খোলার অনুমোদন দিয়েছে দেশটি। উত্তর গাজার ইরেজ গেট যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অস্থায়ীভাবে পুনরায় খোলা হবে। এ ছাড়া আশদোদ বন্দরও মানবিক সহায়তা প্রবেশের জন্য খোলা হবে।

জর্দান থেকে আরও সাহায্য কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে। শুক্রবার (৫ই এপ্রিল) নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরেই এমন ঘোষণা এসেছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের সময় সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি নেতানিয়াহুকে বলেন, গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করুন, না হলে মার্কিন নীতি পরিবর্তন হবে।

গত সোমবার ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডাব্লিউসিকে)-এর সাত কর্মীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। ফোন কলটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়েছিল।

প্রেসিডেন্ট বাইডেন বেসামরিক ক্ষতি, মানবিক দুর্ভোগ এবং সাহায্যকর্মীদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে নির্দিষ্ট, কংক্রিট এবং পরিমাপযোগ্য পদক্ষেপ ঘোষণা করতে এবং সেগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা স্পষ্ট করে দিয়েছেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন ‘স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গাজার ব্যাপারে মার্কিন নীতি ঠিক কী হবে তা নির্ধারণ করা হবে ইসরায়েলের তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়ে আমাদের মূল্যায়নের মাধ্যমে।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সাংবাদিকদের বলেছেন, আমরা যে পরিবর্তনগুলো দেখতে চাই, তা যদি আমরা দেখতে না পাই তবে আমাদের নীতিতে পরিবর্তন হবে।

সোমবার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডাব্লিউসিকে)-এর একটি গাড়িতে হামলায় সাত সাহায্যকর্মী নিহত হন। ডাব্লিউসিকে বলছে, দাইর আল বালার একটি গুদাম থেকে চলে যাওয়ার সময় ত্রাণবাহী গাড়িবহরে হামলায় কর্মীরা নিহত হয়েছেন। তারা সমুদ্রপথে গাজায় নেওয়া ১০০ টনের বেশি খাবার ওই গুদামে রেখে আসতে গিয়েছিলেন। নিহত কর্মীদের মধ্যে পোল্যান্ডের একজন, ব্রিটেনের তিনজনসহ অস্ট্রেলিয়া আমেরিকা-কানাডার একজন দ্বৈত নাগরিকও ছিলেন।

আরও পড়ুন: পণ্য বর্জনের ডাক প্রসঙ্গে ভারত বলল, সম্পর্ক অটুট থাকবে

এদিকে ইসরায়েল বলেছে, গত সোমবারের ওই হামলাটি ভুলবশত হয়েছে। সাত কর্মীর মৃত্যুতে ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষমা চেয়েছে এবং এটিকে দুঃখজনক ভুল বলে অভিহিত করেছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ই অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ৩৩,০৩৭ প্যালেস্টাইনের নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু এবং সেখানে যুদ্ধের কারণে দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করা হয়েছে। 

সূত্র : বিবিসি

এসকে/ আই.কে.জে/

গাজা ত্রাণসামগ্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন