রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা *** নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি *** ‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের *** ঐক্য গড়তে রাজবন্দীদের মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট *** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ

আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিলো সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। গতকাল বৃহস্পতিবার (৭ই মার্চ) আমেরিকার রাজধানী ওয়াশিংটনে আনুষ্ঠানিকতা শেষে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় স্টকহোম। এর মধ্য দিয়ে ন্যাটোর ৩২তম সদস্যরাষ্ট্র হলো সুইডেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দেশটির এ হামলার পরে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে সুইডেন। সবশেষ এ প্রক্রিয়ার মাধ্যমে ন্যাটোর ৩২তম সদস্য দেশ হয়েছে সুইডেন। এর আগে গত বছর ৩১তম দেশ হিসেবে জোটে যোগ দেয় ফিনল্যান্ড।

পশ্চিমা এ জোটে যোগ দেওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, সুইডেনের জন্য ঐক্য ও সংহতি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমাদের প্রতিরক্ষা জোট এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্রিশালী ও বড়। যারা অপেক্ষা করে তারা ভালো কিছু পায়।

আরও পড়ুন: আগামী সপ্তাহে শুরু হবে পুনরায় যুদ্ধবিরতির আলোচনা: হামাস

ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, সুইডেন তাদের সশস্ত্র বাহিনী আর প্রথম শ্রেণির প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জোটে যোগ দিয়েছে। ফলে এ জোট আরও শক্তিশালী ও নিরাপদ হয়েছে।

সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল দুই দেশ। এর মধ্যে তুরস্ক জানায়, কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে তারা। তবে চলতি বছরের জানুয়ারিতে এ আপত্তি তুলে নেয় তুরস্ক। এ ছাড়া হাঙ্গেরি সুইডেনের সদস্যপদের জন্য আপত্তি জানায়। তারাও সম্প্রতি এ আপত্তি তুলে নেয়।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এসকে/ 

সুইডেন ন্যাটো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন