শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত হলো ইমরান খান ও স্ত্রীর বুশরার ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসলামাবাদ হাইকোর্ট সোমবার (পহেলা এপ্রিল) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা খানের রাষ্ট্রীয় উপহারের অবৈধ বিক্রি সংক্রান্ত মামলায় ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন। 

ইমরান খানের আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। সাবেক পাক প্রধানমন্ত্রীর আইনজীবী নাঈম পানজুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) ১৪ বছরের কারাদণ্ডের রায় স্থগিত করা হয়েছে। জাতিকে অভিনন্দন। তোশাখানা এনএবি-র আপিলে ইমরান খান ও বুশরা বিবির শাস্তি স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন: উবারের ভাড়া যখন ১০ কোটি টাকা!

উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় দখলে থাকা ১৪০ মিলিয়ন রুপির (৫ লাখ ১ হাজার ডলার) বেশি মূল্যের উপহার বিক্রি করায় গত আগস্টে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জানুয়ারিতে একই অভিযোগে দেশের শীর্ষ দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) দ্বারা তদন্তের পর, খান এবং তার স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র: আরব নিউজ

এইচআ/

ইমরান খান কারাদণ্ড

খবরটি শেয়ার করুন