ছবি: সংগৃহীত
‘ভুতুড়ে’ বিল শব্দটি সাধারণত বিদ্যুতের ক্ষেত্রেই প্রচলিত। তবে রাইড শেয়ারিংয়ের মতো আধুনিক স্টার্টআপেও ভুতুড়ে বিল আসবে এমনটি হয়তো কেউ আশা করেন না। এমন আজগুবি বিল পাওয়ার ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডায়।
শুক্রবার (৩০শে মার্চ) দীপক টেঙ্গুরিয়া নামের এক যাত্রী যখন উবারে অটো ‘বুক’করেন তখন ভাড়া দেখিয়েছিল ৬২ টাকা। কিন্তু গন্তব্যে পৌঁছে অটোর ভাড়া দেখে মাথায় বাজ পড়ল যুবকের! ওই যাত্রীকে বিল দেখায় ৭.৬৬ কোটি টাকা। এমন ঘটনার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করতে ভুলেন নি দীপক।
আরো পড়ুন: আরব আমিরাতে ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি ঘোষণা
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে উবার চালকের সঙ্গে দীপকের ভাড়া নিয়ে কথোপকথন হচ্ছে। মোবাইলে ভিডিওটি করেছেন দীপকের বন্ধু আশিস।
सुबह-सुबह @Uber_India ने @TenguriyaDeepak को इतना अमीर बना दिया कि Uber की फ्रैंचाइजी लेने की सोच रहा है अगला. मस्त बात है कि अभी ट्रिप कैंसल भी नहीं हुई है. 62 रुपये में ऑटो बुक करके तुरंत बनें करोडपति कर्ज़दार. pic.twitter.com/UgbHVcg60t
— Ashish Mishra (@ktakshish) March 29, 2024
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে উবার কর্তৃপক্ষও প্রতিক্রিয়া দিয়েছে। তারা দীপকের কাছে ক্ষমা প্রার্থনা করে এই ব্যাপারটি দেখবে বলে জানিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এইচআ/