ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ পর্যন্ত ২৯টি সংসদীয় আসন দিয়েছে। তবে এনসিপির দাবি, এসব আসনের অন্তত ২১টিতে এখনো জোটভুক্ত অন্য দলগুলোর প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াননি।
এনসিপির প্রার্থীদের সুযোগ দিতে ইতোমধ্যে আটটি আসনে জোটের শরিক দলগুলো তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। পাশাপাশি আরও বেশি আসন পেতে জামায়াতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এনসিপি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমরা ৩৫ থেকে ৪০টি আসনের জন্য আলোচনা করছি। আশা করছি, দুই থেকে তিন দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।
জোটসূত্রে জানা গেছে, আটটি আসনে জোটসঙ্গীরা প্রার্থী প্রত্যাহার করেছে। এগুলোর মধ্যে আছে ঢাকা-১১, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থী হবেন। ঢাকা-৮ আসন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম-৩ আসনে আতিক মুজাহিদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ প্রার্থী হবেন।
এই ২৯টি আসনের বাইরে আরও তিনটি আসন ঢাকা-৯, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও বাগেরহাট-৩ নিয়েও আলোচনা চলছে। এনসিপির পক্ষ থেকে এসব আসনে যথাক্রমে জাবেদ রাসিন, আতাউল্লাহ ও মোল্লা রহমাতুল্লাহর নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ নিয়ে এখনো মতভেদ আছে।
এনসিপির একাধিক নেতা জানান, নিশ্চিত হওয়া আসনগুলোর পাশাপাশি দলটি আরও অন্তত ১০টি আসনের জন্য আলোচনা চালাচ্ছে, যাতে মোট প্রায় ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়।
খবরটি শেয়ার করুন