শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস

৯০ দিনের জন্য শুল্ক কমাতে সম্মত চীন-আমেরিকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা ব্যাপকভাবে চাগিয়ে উঠেছিল। তবে দুই দেশই সেই উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নিয়েছে। দুই দেশ পরস্পরের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আমেরিকা ও চীন আজ সোমবার (১২ই মে) এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা পরবর্তী ৯০ দিনের জন্য পাল্টাপাল্টি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাবে। এটিকে দীর্ঘমেয়াদি বাণিজ্যযুদ্ধের উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সংঘাত দীর্ঘদিন ধরে বিশ্ববাজারকে নাড়া দিয়ে আসছিল এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা বাড়িয়েছিল।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া এ শুল্কযুদ্ধের পর প্রথমবারের মতো দুই পরাশক্তির মধ্যে মুখোমুখি আলোচনা হলো। আলোচনার পর উভয় দেশ একমত হয় যে, বিদ্যমান তিন অঙ্কের হারে আরোপিত শুল্ক দুই অঙ্কে নামিয়ে আনা হবে এবং ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি যৌথ কাঠামো গঠন করা হবে।

আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চেংগাংয়ের সঙ্গে আলোচনাকে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। বেসেন্ট সাংবাদিকদের বলেন, উভয় পক্ষই পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে।

এইচ.এস/



আমেরিকা-চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250