ছবি: সংগৃহীত
পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা ব্যাপকভাবে চাগিয়ে উঠেছিল। তবে দুই দেশই সেই উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নিয়েছে। দুই দেশ পরস্পরের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আমেরিকা ও চীন আজ সোমবার (১২ই মে) এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা পরবর্তী ৯০ দিনের জন্য পাল্টাপাল্টি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাবে। এটিকে দীর্ঘমেয়াদি বাণিজ্যযুদ্ধের উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সংঘাত দীর্ঘদিন ধরে বিশ্ববাজারকে নাড়া দিয়ে আসছিল এবং বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা বাড়িয়েছিল।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া এ শুল্কযুদ্ধের পর প্রথমবারের মতো দুই পরাশক্তির মধ্যে মুখোমুখি আলোচনা হলো। আলোচনার পর উভয় দেশ একমত হয় যে, বিদ্যমান তিন অঙ্কের হারে আরোপিত শুল্ক দুই অঙ্কে নামিয়ে আনা হবে এবং ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি যৌথ কাঠামো গঠন করা হবে।
আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চেংগাংয়ের সঙ্গে আলোচনাকে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। বেসেন্ট সাংবাদিকদের বলেন, উভয় পক্ষই পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে।
এইচ.এস/