বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারে জনপ্রিয় আইটেম মসুর ডালের মচমচে বড়া

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইফতারে ভাজাপোড়া না থাকলে যেন চলেই না! অনেকেই ইফতারে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ কিংবা কাবাব রাখেন। তবে একটু ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন মসুর ডালের সুস্বাদু বড়া। এটি তৈরি করাও বেশ সহজ, আর খেতেও বেশ মজাদার। চলুন জেনে নিই রেসিপি-

উপকরণ

১. মুসুর ডাল আধা কাপ

২. ভাজার জন্য তেল পরিমাণমতো

৩. পেঁয়াজ কুচি আধা কাপ

৪. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

৫. কাঁচা মরিচ কুচি ৩-৪টি

আরো পড়ুন : ঝটপট ইফতারে তৈরি করুন ফুলকপির কাটলেট

৬. আদা-রসুন পেস্ট দেড় চা চামচ

৭. হলুদ মরিচ গুঁড়া আধা চা চামচ

৮. গরম মসলা আধা চা চামচ

৯. লবণ পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে মসুর ডাল পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর শিল পাটায় বেটে বা ব্লেন্ড করে নিন। তারপর একে একে সব মসলা দিয়ে ভালো করে মেখে খামির তৈরি করে নিন।

এরপর প্রয়োজনমতো ডালের খামি নিয়ে রোল বানাতে হবে। এরপরে ডুবো তেলে ছেড়ে দিন। বাদামিরঙা করে ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন ইফতারে।

এস/  আই.কে.জে


রেসিপি ডালের বড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন