ছবি: সংগৃহীত
বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি স্পষ্ট করে বলেছে, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এ ধরনের কোনো নতুন নির্দেশনা বা বিধিনিষেধ জারি করেনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবসম্মত নয়।
বিজ্ঞপ্তিতে বলা, আগের মতোই নিয়মিতভাবে বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং রপ্তানি পণ্যও স্বাভাবিকভাবে বহির্গমন করছে। এ বিষয়ে নতুন কোনো বিধিনিষেধ বা সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এনবিআর সংশ্লিষ্ট সব সেবাগ্রহীতা, ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের এই ধরনের খবরে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সংস্থাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিতভাবে তাদের সেবা অব্যাহত রেখেছে এবং ব্যবসায়ীরা স্বাভাবিক প্রক্রিয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন