রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

শুল্ক বিরোধের মধ্যেও বিলিয়ন ডলারের চুক্তির পথে ভারত ও আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার শুল্ক নিয়ে চাপে আছে ভারত। তবে এর মধ্যেও ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় একটি বড় অগ্রগতি হতে যাচ্ছে। দেশ দুটি প্রায় ১ বিলিয়ন আমেরিকান ডলারের একটি চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২৬শে আগস্ট) ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই চুক্তির আওতায় ৯৭টি তেজস যুদ্ধবিমানের জন্য আমেরিকার কাছ থেকে ১১৩টি ‘জিই-৪০৪’ ইঞ্জিন পাবে ভারত। এর আগে ৮৩টি তেজসের জন্য ৯৯টি ইঞ্জিন সরবরাহের চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছিল। নতুন চুক্তিটি ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, আলোচনাগুলো প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চুক্তি স্বাক্ষর হতে পারে। এর ফলে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) পর্যাপ্ত ইঞ্জিন প্রাপ্তি নিশ্চিত হবে এবং দেশীয়ভাবে নির্মিত তেজস বিমানের উৎপাদনে কোনো ধরনের দেরি হবে না।

পরিকল্পনা অনুযায়ী—প্রথম ধাপে ৮৩টি বিমান ২০২৯-৩০ সালের মধ্যে তৈরি হবে এবং পরবর্তী ৯৭টি বিমান ২০৩৩-৩৪ সালের মধ্যে ভারতীয় বিমানবাহিনীর হাতে যাবে। আমেরিকান কোম্পানি ‘জি-ই’ মাসে গড়ে দুটি করে ইঞ্জিন সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

এমন এক সময়ে এই অগ্রগতি ঘটছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আবার আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ভারতের কৌশলগত সুসম্পর্কও গড়ে উঠছে। নতুন এই ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেও আমেরিকা ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হচ্ছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি ভারত-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250