সোমবার, ৩রা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বড় জয়ে কোয়ালিফায়ারে খুলনা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে রংপুরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা। সোমবার (৩রা ফেব্রুয়ারি) ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিলো মেহেদী হাসান মিরাজের দল।

জয়ে শুরুর পর দুর্বার গতিতে এগোতে থাকা রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফের টিকেট কাটে। কিন্তু এরপর আর একটা ম্যাচও জিততে পারেনি, টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় নিলো।

বিদেশি তারকা ক্রিকেটার এনে শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমন্স ভিন্সি খেলেছেন দলটির হয়ে। তবু এলিমিনেটরে খুলনা টাইগার্সের স্পিন ঘূর্ণিতে মহাধসে পড়ে দলটি। শেষে আকিফ জাভেদ কিছু রান করলে ১৬.৫ ওভারে ৮৫ রানে অলআউট হয় রংপুর।

ওই রান কোনো বিঘ্ন ছাড়াই তুলে ফেলেছে খুলনা টাইগার্স। ওপেনার নাঈম শেখ ও তিনে নামা অ্যালেক্স রসের ব্যাটে ১০ ওভারের মধ্যেই ৯ উইকেটের বড় জয় পেয়েছে মেহেদী মিরাজের দল। রংপুর রাইডার্সকে বিদায় করে পা রেখেছে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে।

আগামী ৫ই ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংসের মধ্যকার পরাজিত দলের মুখোমুখি হবে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৯ রান তুলতে পারে রংপুর। নাসুম আহমেদ দুই ওভার বল করে দুই উইকেট নেন। মিরাজ তার দ্বিতীয় ওভারে এসে উইকেট নিয়েছেন। তার প্রথম ওভারে রান আউট হন সৌম্য সরকার। ষষ্ঠ ওভারে পেস আক্রমণে এসে উইকেট নেন হাসান মাহমুদ। সেখান থেকে ৫০ রানে ৭ ও ৫২ রানে ৯ উইকেট হয়ে যায় রংপুর।

হা.শা./কেবি

বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন