ছবি: সংগৃহীত
অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ, আর্থিক জালিয়াতি রোধ এবং জাতীয় রাজস্ব ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৬ই ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হচ্ছে।
নতুন এই ব্যবস্থার ফলে ভবিষ্যতে অবৈধ বা ক্লোন করা আইএমইআই-এর কোনো ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না, যা গ্রাহকদের মানসম্পন্ন ও নিরাপদ সেবা নিশ্চিত করবে।
গতকাল বুধবার (২৯শে অক্টোবর) বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকার ৫০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এ ছাড়া দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে, যা এনইআইআর চালুর মাধ্যমে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) জানান, এনইআইআর চালু হলে দেশীয় ১৮টি মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক মূল্যে হ্যান্ডসেট বিক্রি করতে পারবে এবং চোরাই বা রিফারবিশড হ্যান্ডসেটের বাজার সংকুচিত হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন