সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি ছাড়াই যেভাবে পাবেন সৌদি আরবের গোল্ডেন ভিসা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৯ সালে চালু হওয়ার পর থেকে সৌদি আরবের গোল্ডেন ভিসা হাজার হাজার বিনিয়োগকারী, পেশাদার, শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। অবশ্য চাকরি না থাকলেও সৌদি আরবের বহু-আকাঙ্ক্ষিত এই ভিসা পাওয়া যাবে ৫টি উপায়ে। সোমবার (২৯শে জানুয়ারি) সৌদি আরবের দুবাইভিত্তিক একটি পত্রিকা এ তথ্য দিয়েছে। 

পাঁচটি উপায় এখানে তুলে ধরা হলো:

সম্পত্তি ক্রেতা

সৌদি আরবের যেসব বাসিন্দা এবং বিদেশি বিনিয়োগকারীদের যারা এক বা একাধিক সম্পত্তি কিনেছেন যার মোট মূল্য ২০ লাখ দিরহাম বা তার বেশি তারা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছে অফ-প্ল্যান এবং দেশটিতে বিদ্যমান সম্পত্তি উভয়ই।

অফ-প্ল্যান সম্পত্তি কেনার অর্থ হলো এমন কোনো সম্পত্তি - সাধারণত একটি অ্যাপার্টমেন্ট - যা নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই কেনা হয়ে থাকে। এছাড়া সম্পত্তি ক্রেতাদের ১০ বছরের ভিসা পেতে যোগ্য হওয়ার জন্য ১০ লাখ দিরহাম ডাউন পেমেন্টের বাধ্যবাধকতাও বাদ দিয়েছে দুবাই। অবশ্য যোগ্যতার মানদণ্ড পূরণ করতে সম্পত্তির মোট মূল্য এখনও ২০ লাখ দিরহাম বা তার বেশি হতে হবে।

আরো পড়ুন: ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করতে চীন-থাইল্যান্ড চুক্তি

নগদ অর্থ জমা

উচ্চ-ধনবান ব্যক্তিরা মর্যাদাপূর্ণ এই ভিসা পেতে দুই বছরের জন্য সৌদি আরবের স্থানীয় কোনো ব্যাংকে ২০ লাখ দিরহাম জমা করতে পারেন। দেশটির অনেক স্থানীয় ব্যাংক এই স্কিমটি বেছে নিতে চাওয়া ব্যক্তিদের এই ক্ষেত্রে সাহায্যের প্রস্তাব দিচ্ছে।

উদ্যোক্তা

গোল্ডেন ভিসা লাভের মাধ্যমে  সৌদি আরবে বসবাসের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্বাহী প্রবিধানগুলো উদ্যোক্তাদের জন্য বেশ নমনীয়। এক্ষেত্রে একজন উদ্যোক্তাকে  ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) বিভাগে নিবন্ধিত কোনো একটি স্টার্টআপের মালিক বা অংশীদার হতে হবে।

অবশ্য সেখানে বার্ষিক আয় ১০ লাখ দিরহামের কম হতে পারবে না। এছাড়া যদি কোনও ব্যক্তি স্টার্টআপের প্রতিষ্ঠাতা হন বা পূর্ববর্তী কোনও উদ্যোক্তা প্রকল্পের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হন যার মোট মূল্য ৭০ লাখ দিরহামের কম নয়, তাহলে তিনি দেশটির গোল্ডেন রেসিডেন্সের অধিকারী হবেন। তবে এই প্রকল্প বা ধারণার জন্য অর্থ মন্ত্রণালয় বা উপযুক্ত স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

বিজ্ঞানী ও গবেষক

এমিরেটস সায়েন্টিস্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে উচ্চ কৃতিত্ব ও মেধার স্বাক্ষর রাখা বিজ্ঞানী এবং গবেষকদের গোল্ডেন ভিসা রেসিডেন্সি দেওয়া হয়। এক্ষেত্রে প্রার্থীদের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল, প্রযুক্তি, জীবন বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়ে পিএইচডি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি উল্লেখযোগ্য গবেষণা-সম্পর্কিত অর্জনও থাকতে হবে তাদের।

মেধাবী শিক্ষার্থী

সৌদি আরবের মাধ্যমিক বিদ্যালয়ে মেধার উচ্চ-স্বাক্ষর রাখা শিক্ষার্থী এবং আরব আমিরাতের বিশ্ববিদ্যালয় ও বিশ্বব্যাপী সেরা ১০০টি বিশ্ববিদ্যালয় থেকে অসামান্য কৃতিত্ব অর্জন করা গ্রাজুয়েটরা আমিরাতে ১০ বছরের ভিসার জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে যোগ্যতার নির্দিষ্ট মানদণ্ডের মধ্যে একাডেমিক পারফরম্যান্স (ক্রমবর্ধমান গড়), স্নাতক পর্যায়ে পড়াশোনার বছর এবং বিশ্ববিদ্যালয়ের শ্রেণিবিন্যাস অন্তর্ভুক্ত রয়েছে।

বেড়েছে ভিসা প্রদানের হার  

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) অনুসারে, ২০২৩ সালের প্রথমার্ধে সৌদি আরবের গোল্ডেন ভিসা ইস্যু ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত যোগ্য সম্পত্তি ক্রেতা, বিনিয়োগকারী, পেশাদার এবং অন্যান্য আবেদনকারীকে দেড় লাখেরও বেশি গোল্ডেন ভিসা ইস্যু করেছিল মধ্যপ্রাচ্যের সম্পদশালী এই দেশটি।

সূত্র: খালিজ টাইমস 

এইচআ/ আই.কে.জে/



সৌদি আরব আবেদন গোল্ডেন ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন