ছবি: সংগৃহীত
৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশকৃত ২১৬৩ প্রার্থীর মধ্যে ২২৭ প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৯ই জানুয়ারি (বৃহস্পতিবার) বৈঠকে বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (৫ই জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল
এতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশকৃত ২১৬৩ (দুই হাজার একশ তেষট্টি) প্রার্থীর মধ্যে ১৮৯৬ (এক হাজার আটশত ছিয়ানব্বই) প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ (দুইশ’ সাতাশ) প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। ওই প্রার্থীরা তাদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।
এ বিষয়ে আগামী ৯ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন