ছবি: সংগৃহীত
চলতি বছর ৪৯ টাকা কেজিতে বোরো চাল সংগ্রহ করবে সরকার। আর বোরো ধান ও গম সংগ্রহ করা হবে ৩৬ টাকা কেজি দরে। গত বছরের থেকে কেজিতে ৪ টাকা বেশি দিয়ে ধান-চাল সংগ্রহ করবে সরকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে ধান-চালের দাম নির্ধারণ করা হয়।
সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন বোরো ধান ও চাল ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ টন চাল সংগ্রহ করা হবে।
তিনি বলেন, ৩৬ টাকা দরে গম কেনা হবে। তবে কতটুকু সরকারিভাবে সংগ্রহ করা হবে, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। ২৪শে এপ্রিল থেকে বোরো ধান–চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ৩১শে আগস্ট পর্যন্ত চলবে।
গত বছর বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল, ১ লাখ টন আতপ চালসহ ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতি কেজি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল ৪৪ টাকা দরে কেনে সরকার।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন