ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মানহানিকর ও ভিত্তিহীন’ অভিযোগ ছড়ানোর প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
গতকাল মঙ্গলবার (২৪শে জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের জনসংযোগ দপ্তরের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন।
এ বিষয়ে সতর্কতা জারি করে দুদক জানায়, একটি প্রতারক চক্র দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে প্রতারণা করছে। এসব ঘটনার সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা জড়িত নন। ইতিমধ্যে কমিশন বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে প্রতারক চক্রের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।
দুদকের ভাষ্য, ‘এর আগেও প্রতারণা রোধে সবাইকে সতর্ক করা হয়েছে, যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতারণার শিকার হয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুদককে দোষারোপ করেন। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।'
খবরটি শেয়ার করুন