সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগালের স্কোয়াডে নেই রোনালদো, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

সর্বশেষ কাতার বিশ্বকাপে তিক্ত কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপে তাকে দিনের পর দিন বসিয়ে রাখা হয়েছিল পর্তুগালের ডাগআউটে। পরে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পরও একই পরিস্থিতিতে পড়তে হয়। সেই অবস্থা এখন আর নেই, মাঠের পারফরম্যান্সে জাতীয় দলেও নতুন কোচের অধীনে প্রায় নিয়মিত মুখ সিআরসেভেন। তবে এবারের ঘোষিত প্রীতি ম্যাচের স্কোয়াডে তার নাম নেই।

বৃহস্পতিবার (২১শে মার্চ) রাতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পর্তুগাল। যার জন্য ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে নেই রোনালদো। এরপর থেকে তিনি বাদ পড়েছেন কিনা সেই আলোচনা শুরু হয়েছে। তবে কেবল রোনালদোই নন, ওই দলের বাইরে রাখা হয়েছে আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারকে। সেই তালিকায় আছেন– দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনিয়া এবং জোয়াও ফেলিক্স। যদিও এর পেছনে তাদের বিশ্রাম দেওয়ার কথা জানা গেছে।

একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই মূলত প্রীতি ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে রোনালদো, কানসেলো ও ফেলিক্সদের।

একই কথা জানিয়েছে আরো কয়েকটি সংবাদমাধ্যম। তাদের দাবি– ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে ছেটে ফেলা হয়নি, তাকে কেবল আসন্ন প্রীতি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহেই ফের পর্তুগাল দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে রোনালদো জাতীয় দলের ৩২ সদস্যের প্রাথমিক দলে ছিলেন।

আরো পড়ুন : সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রবার্তো মার্টিনেজ পর্তুগালের কোচ হয়ে আসার পর থেকে এখন পর্যন্ত অপরাজিত আছেন রোনালদোরা। তার অধীনে ১০ ম্যাচের সবকটিতেই জিতেছে পর্তুগাল। যেখানে যেখানে প্রতিপক্ষের জালে ৩৬ গোল দিলেও, নিজেরা হজম করেছে মাত্র দুই গোল। ওই সময়ে পর্তুগিজদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১০ গোল এসেছে সিআরসেভেনের পা থেকে।

সূত্র : ইএসপিএন 

এস/ আই. কে. জে/ 


রোনালদো পর্তুগালের স্কোয়াড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন