বেগম খালেদা জিয়া - ফাইল ছবি
চিকিৎসার জন্য আগামী সোমবার (৬ই জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বেলা ১১টায় একটি বিশেষায়িত বিমানে তাকে নিয়ে যাওয়া হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তার চিকিৎসকরা। খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ ১৫ জন।
একজন চিকিৎসক জানান, চিকিৎসার আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন। খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে। সেখানে কয়েক দিন অবস্থানের পর আমেরিকায় যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য।
চিকিৎসকরা জানান, আমেরিকার মেরিল্যান্ডে পূর্ব বাল্টিমোরে বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আই.কে.জে/