শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অভিযানের পর কমেছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চালের বাজার নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকার। এতে রাজধানীর বড় পাইকারি বাজারগুলোসহ ঢাকার বাইরের জেলাগুলোতে পাইকারি ও খুচরায় চালের দাম কিছুটা কমেছে। 

চুয়াডাঙ্গায় সব ধরনের চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা কমেছে। 

দিনাজপুরে পাইকারিতে বস্তায় প্রায় ৩০০ টাকা পর্যন্ত বাড়ার পর অভিযানের কারণে ৫০ থেকে ১০০ টাকার মতো কমেছে।

বগুড়ায় পাইকারিতে চাল এক টাকা কমেছে। 

এদিকে রাজধানীর বড় পাইকারি বাজারগুলোতে ঘুরে দেখা যায় বস্তা প্রতি চালের দাম অভিযানের কারণে কমেছে প্রায় ১০০ টাকা। যা গত কয়েকদিন আগেও ছিলো ৩০০ টাকা। 

বিক্রেতারা বলছেন, আগামী কয়েক দিনে দাম আরও কমার সম্ভাবনা আছে।

ওআ/



চাল

খবরটি শেয়ার করুন