বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জীবনকে নতুন করে চিনতে শেখায় ‘সিদ্ধার্থ’ *** শেখ হাসিনাকে ফেরাতে দু–এক দিনের মধ্যে কূটনৈতিক পত্র পাঠাবে ঢাকা *** বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ দেখাতে হবে: জয়শঙ্কর *** ট্রাম্পের মানহানি মামলার বিরুদ্ধে লড়তে ‘দৃঢ় প্রতিজ্ঞ’ বিবিসি *** সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজের সিদ্ধান্ত বহাল আদলতের *** গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, পোস্টে প্রেস সচিব *** প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘ওয়াজ-মাহফিল’ সংক্রান্ত খবর ভুয়া *** গবেষণায় পাকিস্তানের সহযোগিতা চান তথ্য উপদেষ্টা *** বাংলাদেশ ও পাকিস্তান পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** অতীতের সব ভুলে বাংলাদেশ-পাকিস্তান এখন ভাই ভাই: পাকিস্তানি রাজনীতিক

জীবনকে নতুন করে চিনতে শেখায় ‘সিদ্ধার্থ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪২ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মঞ্চে আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই যেন কোথাও একটি অদৃশ্য নদী বইতে শুরু করে। সময়, সংকট, আনন্দ, বেদনাকে একাকার করে ফেলে। সেই আবেগ-অনুভূতির স্রোত ধরে আবারো মঞ্চে ফিরে আসছে আরশিনগর থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘সিদ্ধার্থ’।

নোবেলজয়ী লেখক হেরমান হেসের অমর উপন্যাস অবলম্বনে রেজা আরিফের নাট্যরূপ ও নির্দেশনায় নির্মিত এটি। দুই দফায় ১১টি প্রদর্শনী শেষে এ মঞ্চনাটক এবার ফিরে আসছে আরো পরিণত রূপে।

‘সিদ্ধার্থ’ নামটি উচ্চারণ করলেই মনে পড়ে গৌতম বুদ্ধের কথা। তিনি প্রথম জীবনে ছিলেন রাজকজুমার। পরে গৃহত্যাগ করে দীর্ঘ সাধনার পর পান বোধি। কিন্তু হেসের সিদ্ধার্থ যেন অন্য এক চরিত্র।

এ সিদ্ধার্থ সেই মানুষ, যিনি আলোর পথে হাঁটছেন, এখনো পৌঁছাননি। নির্দেশক রেজা আরিফ বলেন, ‘গৌতম বুদ্ধের ঔজ্জ্বল্যে আড়াল হয়ে পড়া রাজকুমার গৌতমের ব্যক্তিগত মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে।’

গল্প শুরু একটি অস্থির ব্রাহ্মণ্য রাজপুত্রকে নিয়ে। তিনি গভীর সত্যের সন্ধানে পিতার নিরাপদ পরিসর ছেড়ে বেরিয়ে আসেন। কঠোর তপস্যা, উপবাস, কামনা-বাসনা দমন, সব কিছু পার করে দীর্ঘ সময় পর তিনি বুঝতে পারেন, শরীরকে কষ্ট দিলেই সত্যের দেখা মেলে না।

তারপর ভাগ্য তাকে দাঁড় করায় বুদ্ধের সামনে। তিনি শোনেন বুদ্ধের কণ্ঠ, সমাধির মতো শান্ত, আলো-ভরা। তবু সিদ্ধার্থ শিষ্য হন না। কারণ তার কাছে সত্য এমন কিছু নয়, যা কেবল শোনা যায়। বরং সত্যকে জীবন দিয়ে ছুঁতে হয়। এ অস্বীকার তাকে ঠেলে দেয় এক নতুন পৃথিবীতে।

শহরে প্রবেশ করেই তিনি পরিচিত হন প্রধান নর্তকীর সঙ্গে, যার হাত ধরে তিনি প্রবেশ করেন কামনা, ইন্দ্রিয়সুখ, আবেগ আর মানবজীবনের জটিলতায়। পিতা হওয়া থেকে প্রেম, ক্লান্তি থেকে উল্লাস—মানবজীবনের ২০ বছরের প্রবল স্রোতে তিনি ডুবে থাকেন। তারপর একদিন অনুভব করেন, এ খেলাও শেষ। আবার যাত্রা শুরু।

শেষে তিনি এসে দাঁড়ান নদীর সামনে। আর নদীই শেখায় জীবনের সবচেয়ে গভীর উপদেশ। জন্ম-মৃত্যু, পাপ-পুণ্য, অজ্ঞতা ও জ্ঞান, সবই মিশে আছে এ প্রবাহে। সব অভিজ্ঞতার সমষ্টিই সত্যকে সম্পূর্ণ করে। রেজা আরিফ বলেছেন, ‘প্রযোজনাটির চূড়ান্ত মনোযোগ জীবনোপলব্ধির প্রতি, বাহ্যিক আভরণে নয়।’

এ শক্তিশালী প্রযোজনায় সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করছেন কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, ‘সিদ্ধার্থ তাকে ব্যক্তিগতভাবে বদলে দিয়েছে। জীবনের উত্থান-পতনের সময় এ চরিত্রের দর্শন তাকে পথ দেখিয়েছে, শক্তি দিয়েছে।’

নারী হয়েও সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করা নিঃসন্দেহে তার জন্য চ্যালেঞ্জ ছিল। কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেন, ‘সিদ্ধার্থের কোনো লিঙ্গ নেই; সিদ্ধার্থ এক দর্শন।’

নির্দেশক বাহ্যিক সাজসজ্জাকে প্রাধান্য না দিলেও ‘সিদ্ধার্থ’র মঞ্চায়ন দর্শকদের মুগ্ধ করেছে তার মিতব্যয়ী অথচ আবেগজাগানিয়া নির্মাণশৈলীতে। বিশাল মঞ্চ, চরিত্রকেন্দ্রিক অভিনয়, নিখুঁত কোরিওগ্রাফি, পরিমিত আলোর ব্যবহার—সব মিলিয়ে তৈরি হয়েছে এক শান্ত কিন্তু গভীর আবহ। অনিক কুমারের আলো পরিকল্পনা এবং জিনাত জাহান নিশা ও নুসরাত জাহান জিসার পোশাক এরই মধ্যে পুরস্কারপ্রাপ্ত।

সাদমান রাব্বি অন্তর ও এসএম মাহফুজুর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটককে দিয়েছে এক সমৃদ্ধ সাউন্ডস্কেপ।

নাটকে অভিনয় করেছেন পার্থ প্রতীম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান নিশা, ওয়াহিদ খান সংকেত, নাজমুল সরকার নিহাত, মইন হাসান, রেফাত হাসান সৈকত, ইসনাইন আহমেদ জিম, শাহাদাত নোমান, মাইনুদ্দিন বাবু, প্রিন্স সিদ্দিকী, এসএম মাহফুজুর রহমান, আরিফুল ইসলাম নীল, আলী আক্কাছ আকাশ, পলি পারভীনসহ আরো অনেকে।

যারা আগে ‘সিদ্ধার্থ’ দেখেছেন, তারা জানেন নাটক শেষ করে জীবন সম্পর্কে নতুন ধারণা আর অজস্র প্রশ্ন নিয়ে দর্শক বের হয়েছেন থিয়েটার থেকে। আর যারা প্রথমবার দেখতে যাচ্ছেন, তাদের জন্য আরশিনগরের সিদ্ধার্থ হয়ে উঠতে পারে এক চমৎকার অভিজ্ঞতা।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ বুধবার (১৯শে নভেম্বর) ও কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং পরের দিন ২১শে নভেম্বর বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে সিদ্ধার্থ।

সিদ্ধার্থ নাট্যদল আরশিনগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250