সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যক্তিগত কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ইব্রাহিম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান ওসি।
আই.কে.জে/