বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ *** 'সেভেন সিস্টার্স' নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে 'ঝড়' থামছে না ভারতে *** বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে *** 'সংখ্যালঘু সদস্য হিসেবে এখন কতটা নিরাপদ' প্রশ্নে যা বললেন দেবপ্রিয় *** ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া *** ভারতের বদলে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর চীনে কেন, ব্যাখ্যা দিলেন ড. দেবপ্রিয় *** মরণোত্তর অঙ্গদানে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি চীনা *** ইউনূস-মোদির বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে

ইলিশের জালে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় মেঘনা নদীতে ইলিশের জালে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে। মাছটির দাম উঠেছে ৪৬ হাজার টাকা। 

শনিবার (৯ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালু মাঝির জালে মাছটি ধরা পড়ে। প্রথমবারের মতো এতো বড় মাছ পেয়ে আনন্দিত কালু মাঝি। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, শাপলা পাতা মাছ মূলত সামুদ্রিক মাছ। এটি সাগরে থাকে। মাঝেমধ্যে নদীর উপকূলেও আসে। মেঘনায় এই শাপলা পাতা মাছ রয়েছে। প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে শাপলা পাতা মাছ। তবে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ এ এলাকায় এবারই প্রথম ধরা পড়েছে।

উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়ৎদার মোহাম্মদ লিটন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রোববার সন্ধ্যায় তার আড়তেই মাছটি আনা হয়। 

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৪০

লিটন গণমাধ্যমকে বলেন, রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলে। এতে বিশাল আকৃতির শাপলা পাতা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটি ডাকে ওঠানো হয়। ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম ওঠে। কিন্তু পরে সবার অনুরোধে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সব জেলেই  খুশি। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।

কালু মাঝি বলেন, প্রথমে জাল তুলতে অনেক কষ্ট হয়েছে। পাশাপাশি ভয়ও পেয়েছি। পরে সবাই মিলে জাল তুলে দেখতে পাই বিরাট আকারের শাপলা পাতা মাছ। অনেক খুশি হয়েছি। ঘাটে মাছটি বিক্রি করতে গেলে ৪৬ হাজার টাকা দাম উঠে। পরে সবার অনুরোধে মাছটি কেটে বিক্রি করি।

এসি/কেবি


শাপলা পাতা মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন